Thursday, June 15, 2023

BLOOD CONNECT US ALL

এই প্রতিপাদ্যকে সামনে রেখে যারা স্বেচ্ছায় রক্ত দিয়ে লাখো মানুষের প্রাণ বাঁচিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন এবং জনসাধারণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন উন্মেষ এর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৪ জুন বিশ্ব রক্ত দাতা দিবস পালন করা হয়েছে। মুন চাকমার সঞ্চালনায় এবং উন্মেষ এর প্রতিষ্ঠাতা সদস্য ও সহসভাপতি শিশির চাকমার স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের শূভসুচনা হয়

আরও রক্তদানের অভিজ্ঞতা নিয়ে বক্তব্য প্রদান করেন ৬০ বার রক্ত দাতা অরুন আলো খীসা এবং; বন্ধুসভার সাধারণ সম্পাদক জিনা চাকমা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুন কান্তি চাকমা, চেয়ারম্যান রাঙ্গামাটি সদর উপজেলা, রবার স্কাউট এর পরিচালক এবং প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দের সাধারণ সম্পাদক মো:নুরুল আফসার, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত নিশান চাকমা । তিনি তার চিকিৎসা এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে অবগত করেন। তার চিকিৎসার জন্য যারা আর্থিক সাহায্য দিয়েছেন এবং নিরলসভাবে সহায়তা প্রদান করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বর্তমানে অনেকটা সুস্থ বলে জানিয়েছেন। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্পার্ক এর প্রতিষ্ঠাতা মুক্তাশ্রী চাকমা সাথী
পরে দিবসটির উদযাপন উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে রক্তদাতাদের রক্তদাতাদের সংবর্ধনা দেয়া হয়

অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের, উন্মেষ এর উপদেষ্টামন্ডলী, স্বেচ্ছায় রক্তদাতা, শুভাকাঙ্ক্ষী  এবং আমার সহকর্মীবৃন্দ। আরও ধন্যবাদ জানায় শিল্পকলা একাডেমীতর কর্তৃপক্ষ কে।
পরিশেষে সবার মিলিত প্রচেষ্টায় রাঙ্গামাটিতে উন্মেষ নির্ভরতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটিতে প্রায় সব চিকিৎসক এবং চিকিৎসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কাছে উন্মেষ একনামে পরিচিত। প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগিদের যেকোন তাৎক্ষণিক প্রয়োজনে এগিয়ে আসছে উন্মেষ এর সদস্যরা। শুধু রাঙ্গামাটি নয় দেশের বিভিন্ন স্থান বিশেষ করে চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং ঢাকা থেকেও রক্তের অনুরোধ আছে। এতে উন্মেষ এর সদস্যরা নিরলসভাবে রক্ত সংগ্রহের পার্যক্রম পরিচালনা করছে। রক্তদানের পাশাপাশি উন্মেষ জরুরি মুহুর্তে ত্রাণ সংগ্রহ, বিভিন্ন দিবস উদযাপনের পাশাপাশি; গরীব এবং অসহায় রোগিদের চিকিৎসার তহবিল গঠন করে অর্থ সংগ্রহ করা ইত্যাদি কার্যক্রম উন্মেষ পরিচালনা করে। উন্মেষ এর উদ্যোগ দেখে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও এগিয়ে আসে মানবিক সেবার মনমানসিকতা যদি যুবক এবং তরুনদের মাঝে ব্যাপকভাবে আরও ছড়িয়ে পরে তাহলে আর ভাল কাজের উদাহরন সৃষ্টি হবে। উন্মেষ এর কার্যক্রম আরও এগিয়ে নিতে সকলের; সহযোগিতা কামনা করছি

No comments:

Post a Comment

[𝚁eddit@Streams]* Commanders vs Bears Live Stream@𝚁eddit ON TV NFL Week 5 at Home?

30 min ago - NFLStreams Reddit Week 5 !! Here’s options for listening or watching NFL 2023 live streaming for free on Reddit, Crackstreams, ...