বন্দুকভাঙ্গা মৌজার কার্বারী এসোসিয়েশনের পক্ষ থেকে বাবু হীরালাল কার্বারী দিয়েছেন ১২ হাজার ৫শ টাকা। প্রগতি খীসা পরিবার ১০০০ টাকা।
সম্প্রতি ফেসবুকে পোস্ট দেখে শুভাকাঙ্খীরা টাকা দিয়েছেন। রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলর পুলক দে দাদা ৫শ টাকা, মাচ্ছ্যাপাড়া গ্রাম থেকে ফায়ার সার্ভিসে কর্মরত প্রসেনজিৎ চাকমা বিটু ৫শ টাকাসহ ৩৭৯০ টাকা বিকাশে পাঠিয়েছেন মানবিক মানুষেরা। তারা পিংকি চাকমার প্রাণ বাঁচাতে গভীর ভালবাসা ও আর্শীবাদ জানিয়ে আর্থিক সহায়তা দিয়েছেন।
আজ সকালে শ্রদ্ধেয় করুণাকীর্তি ভান্তে ৫ হাজার টাকা দিয়ে পিংকির রোগমুক্তি, সুস্থতা দীর্ঘায়ু জীবন ও পরিবারের সবার মুখে হাসি ও সুখ শান্তি মঙ্গল কামনা করেছেন।
এসবই আমাদের মহতী কাজের অগ্রগতির শুভ লক্ষণ।
গত শুক্রবার পিংকি চাকমার চিকিৎসা সহায়তায় অর্থ সংগ্রহ সংক্রান্ত আহ্বায়ক কমিটি গঠনের দিন নেতৃবৃন্দ প্রত্যেকে ১হাজার করে টাকা দিয়েছেন। বাবু অমর চাকমা ১০০০/- বাবু বিমলেন্দু চাকমা ১০০০/-বাবু সুশীল প্রসাদ চাকমা ১০০০/- বাবু বোধিসত্ত্ব চাকমা ২০০০/- বাবু হীরা লাল কার্বারী ১০০০/- টাকা দিয়েছেন। পরবর্তীতে তারা আবারো সহযোগিতা দিবেন।
পিংকি চাকমার লিভারের জটিল সমস্যাটা যথাসময়ে অপারেশন করলে সম্পুর্ণ সুস্থ ও বিপদমুক্ত হবেন। সেজন্য দরকার প্রায় ১৭ লক্ষ টাকা।
পিংকি চাকমা বাংলাদেশে চিকিৎসা করার সময়ও অনেক মানবতাবাদী হৃদয়বান মানুষ এবং তার অফিসের কমকর্তা কর্মচারীরা আর্থিকভাবে সহযোগিতা করছিলেন। নানান পরামর্শ দিয়ে মনোবল বাড়িয়েছেন সেজন্য আমরা তার পরিবার ও স্বজনদের পক্ষ থেকে সকল দাতা ও হৃদয়বান মানবতাবাদী সকল হিতাকাঙ্খীগণের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।
সবার কাছে আমাদের নিবেদন - পিংকি চাকমার অপারেশনে পাশে দাড়ান প্লীজ।
সাহায্য পাঠানোর ঠিকানা
জ্যাকশন চাকমা বিকাশ পার্সোনাল 01867925408
বিহারী চাকমা বিকাশ পার্সোনাল - 01828862062
No comments:
Post a Comment